Advertisement |
‘একটি বই’ যেটি আপনার জীবনদর্শন পরিবর্তন করে দিতে পারে |
জন্মসূত্রে আমি একজন মুসলিম।তাই ছোটবেলা থেকে জেনে এসেছি,মহাবিশ্বের সমস্তকিছু আল্লাহ্ সৃষ্টি করেছেন।কিন্তু আল্লাহ্কে তো কখনো দেখতে পেতাম না।সুতরাং তখন থেকেই কৌতুহল ছিল এই ব্যাপারে।অতঃপর যখন আমি নবম শ্রেনীতে পড়ি,তখন বিজ্ঞান বিভাগের বইগুলো আমাকে ভাবিয়ে তোলে।
বিজ্ঞান আমাকে সৃষ্টিকর্তার সন্ধান দেয়না।বিজ্ঞান আমাকে শেখায়,‘ কি’, ‘কেন’ এবং ‘কিভাবে’।পর্যবেক্ষণ,পরীক্ষন ও ফলাফল প্রকাশের মাধ্যমে বিজ্ঞান আমাকে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে শেখায়।এ সময়টাতে বিজ্ঞান এবং ধর্মকে আমি গুলিয়ে ফেলি।বিজ্ঞান বলে যে,কোনোকিছু পর্যবেক্ষন - নিরিক্ষন না করে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারি কি করে?অপরপক্ষে ধর্ম বলে যে,না দেখে বিশ্বাস করা ও ধর্মের নিয়মানুযায়ী চলাই সৃষ্টিকর্তার বিধান।বিভিন্ন ধর্মের বিভিন্ন মতামত,আবার একই ধর্মের ভিন্ন
মত, সেইসাথে পারিবারিক-সামাজিক ঘটনা এবং নান্দনিকতা আমাকে ভীষনভাবে যন্ত্রণা দেয়।এ সমস্ত চিন্তা ভাবনার জন্য ক্লাসের প্রথম থাকা সত্ত্বে ও আমার এস এস সি ফলাফল খারাপ হয়।যারফলে আমি অনেক হতাশায় ভুগেছিলাম।
অতঃপর,আমার একজন প্রিয় শিক্ষক আমাকে বুঝিয়েছিলেন।তিনি বলেছিলেন যে, একজন বোকা খাওয়ার জন্য বাঁচে এবং একজন জ্ঞানী লোক বেঁচে থাকার জন্য খায়। কিন্তু তারপরেও প্রশ্নটি রয়ে গেছে: জ্ঞানী ব্যক্তি কোন উদ্দেশ্যে বাঁচে? জীবনযাপন নিজেই শেষ হয় না। মানুষের বেঁচে থাকার জন্য একটি উদ্দেশ্য থাকতে হবে। তাহলে এই উদ্দেশ্যটি কী?মানবজাতি কোথা থেকে এল? কেন পৃথিবীতে মানবজাতি রয়েছে এবং মৃত্যুর পরে তারা কোথায় যাচ্ছে?তারপর তিনি আমাকে এই জাতীয় প্রশ্নের উত্তরের জন্য কুরআন পড়তে ও বুঝতে পরামর্শ দিয়েছিলেন।
সেই থেকে কুরআন আমাকে আমার স্রষ্টার সন্ধান দিয়েছে।যেখানে আমি অনেক প্রশ্নের উত্তর সহ নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছি ।আমি আবার নতুন জীবন দেখতে শুরু করি।সত্যই, কুরআন আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।আপনি যদি একজন ভাল মানুষ হতে চান, সর্বোত্তম চরিত্র এবং মানবিক গুণাবলীর অধিকারী হতে চান, তবে আমি আপনাকে কুরআন পড়ার পরামর্শ দেব।কুরআন মানব সম্প্রদায়ের সভ্যতার জন্য সৃষ্টিকর্তার
সর্বোত্তম দান।
“স্বাধীনতা ও মনের মত জীবন
যেখানে অভিলষণীয়,মৃত্যুই যেখানে শেষ প্রশান্তি,কেবলমাত্র সেখানেই কোনো ধর্মের প্রয়োজন
নেই”
কিন্তু আপনি যদি ধর্মের
প্রয়োজনীয়তা অনুভব করেন, তবে কুরআন আপনাকে সঠিক পথের সন্ধান দিবে।সবশেষে বলতে চাই কুরআন
পড়ুন ,সঠিকভাবে বুঝতে চেষ্টা করুন এবং আপনার জন্মকে স্বার্থক করে তুলুন।
0 comments: